মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত রাজনীতিক নন, কী বোঝালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে বাড়তি সুবিধা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ছাড়াও ৭২৫ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর কথা জানিয়েছেন তিনি। আর এই সবই বাইডেন করছেন অনেকটা নিজের ইচ্ছায়। যা নিয়ে এবার মুখ খুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রুশ এই শীর্ষ কূটনীতিকের মতে, মার্কিন প্রেসিডেন্টকে কখনোই ব্যক্তিগত রাজনীতিক হওয়া উচিত নয়। দেশের স্বার্থে সব সিদ্ধান্ত নেওয়া উচিত।
কিয়েভের কাছে পারমাণবিক অস্ত্র হস্তান্তর করার জন্য মার্কিন রাজনীতিবিদদের আহ্বানের বিষয়ে এই রুশ কূটনীতিক বলেন, ‘রাজনীতিবিদরা এই কারণেই রাজনীতিবিদ হন, ক্রমাগত তাদের প্রতি জনসাধারণের মনোযোগ রাখতে, আলোচনায় থাকতে। আমাদের রাজনীতিবিদরাও আছেন যারা ক্রমবর্ধমান নানা বিষয় সম্পর্কে কথা বলেন। তবে সিদ্ধান্তগুলো সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফ দ্বারা নেওয়া হয়। আমি আশা করি এটি মার্কিন যুক্তরাষ্ট্রেও একই হওয়া উচিত।’
এর আগে সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া উত্তেজনা নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২১ নভেম্বর পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য ইউক্রেনের দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে। যার পাল্টা আক্রমণ স্বরূপ তারাও হাইপারসনিক ইন্টারমিডিয়েট-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুধু তাই নয় পুতিন জোর দেন, পশ্চিমের উস্কানিমূলক নীতিগুলি যদি সংঘাতকে আরও বাড়িয়ে তোলে তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে।