
মিশিগান ডিপার্টমেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রাইম কমিশনারকে সম্মাননা প্রদান
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের সিটি অফ ওয়ারেন ক্রাইম কমিশন এবং পুলিশ ডিপার্টমেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত ক্রাইম কমিশনার সুমন কবীরকে অসাধারণ নেতৃত্বের জন্য সম্মাননা প্রদান করে।
আজ বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় ওয়ারেনের গাজিবও ব্যাংকুয়েট হলে ওয়ারেন ক্রাইম কমিশন কর্তৃক আয়োজিত তাদের ৩২তম অ্যানুয়াল সিটিজেনস এপ্রিসিয়েশন ডিনারে তাকে এই বিরল সম্মানে সম্মানিত করা হয়।
বাৎসরিক এই অনুষ্ঠানে স্থানীয় আমেরিকান নাগরিকদের তাদের বীরত্ব ও কমিউনিটিতে বিভিন্ন ধরণের অবদানের জন্য পুরস্কৃত করা হলেও, বাংলাদেশি বংশোদ্ভূত কাউকে প্রথমবারের মতো এই সম্মাননা দেওয়া হয় মিশিগানের সিটি অফ ওয়ারেনের এই অনুষ্ঠানে। বাংলাদেশি হিসেবে এটা আমাদের জন্য অনেকটা গর্বের এবং অনুপ্রেরণাদায়ক।
অনুষ্ঠানে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্যাপ্টেন ডিলেনবেক তুলে ধরেন ওয়ারেন কমিউনিটিতে সুমন কবীরের অসাধারণ নেতৃত্বের কথা।
সুমন কবীর তার বক্তব্যে সিটি অফ ওয়ারেনকে নিরাপদ সিটি হিসেবে অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ওয়ারেন ক্রাইম কমিশনের চেয়ারপারসন এঞ্জেলা মিডলসওয়ার্টের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পুলিশ অফিসার, ফায়ার ফাইটার, সার্ট এবং সিভিলিয়ানদের মধ্য থেকেও সমাজ এবং মানবজীবনে অসাধারণ অবদানের জন্য বিভিন্নজনকে পুরস্কৃত করা হয়।
ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন তার বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান। এই নৈশভোজে আরও উপস্থিত ছিলেন ৩৭ ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মাননীয় স্টিভেন বিদা, বিচারক মাননীয় জন চুমুরা, নবনিযুক্ত ওয়ারেন পুলিশ কমিশনার এরিক হকিন্স, ওয়ারেন ফায়ার কমিশনার উইলবার্ট ম্যাকএডাম, ওয়ারেন কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাকগি, কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মোর, কাউন্সিলম্যান জোনাথান লাফার্টি, কাউন্সিলম্যান হেনরি নেউনান, কাউন্সিলম্যান গ্যারি বৈকি, ওয়ারেন ক্রাইম কমিশনার মাইক রাইলি, নাজিম আহমেদ, ট্রেসি এনট্রিকিন্স, ক্রাইম কমিশন সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মিশেল মার্টিনসহ আরও অনেকে।