
মূলধারার সংবাদপত্রের বিএএসজের ফুড ব্যাংক কার্যক্রম
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি বিগত তিন বছর যাবত নিয়মিত ফুড ব্যাংকের আয়োজন করছে। সিটির ফেয়ারমাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ প্রতি বৃহস্পতিবার ফুড ব্যাংকের কার্যক্রম চলে।
কার্যক্রমের আওতায় তাজা শাক-সবজি, ফল, টিনজাত খাবার, দুধ, মাংসসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বিএএসজের ফুড ব্যাংক কার্যক্রমের সংবাদ গত ৩০ ডিসেম্বর, শুক্রবার নিউ জার্সির মূলধারার পত্রিকা ‘দ্য প্রেস অব আটলান্টিক সিটি’ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএএসজের ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সহ কয়েকজন খাদ্য সহায়তা গ্রহনকারীর সাক্ষাৎকার সংবলিত প্রতিবেদনটিতে বিএএসজের এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়েছে, যা মূলধারা সহ অন্যান্য কমিউনিটিতে বাংলাদেশী আমেরিকানদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক বিএএসজের “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।