কবিতাসাহিত্য

মৃত্যুময় স্মৃতি

এম এ জিন্নাহ


ভুলে থাকা হলো না গো আর কোনোকাল;
আর ফিরে আসে না হে আলোক সকাল ।
সবকিছু শেষ হয়, স্মৃতি নাহি শেষ;
বিষাদে ব্যাধিত প্রাণে রয়ে থাকে ক্লেশ৷
কত শ্রম কত দম
তবু তাহা নাহি কম
জনম ফুরিয়ে আসে বেদনা অশেষ;
বিষাদে ব্যাধিত প্রাণে রয়ে থাকে ক্লেশ।

নব শোভিত সরণি, নব নব সাজ;
চরণে হেঁটেছি পথ সুপথের মাঝ।
অবিরত মনে হয় কবেকার যেনো;
সব স্মৃতি ফিরে আসে, নব নব হেনো।
ক্ষতময় ব্যথাময়
এই যেনো সদা হয়
সম্মুখে সমানে বলে, মৃত্যুময় কেনো ;
সব স্মৃতি ফিরে আসে, নব নব হেনো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension