আন্তর্জাতিকদক্ষিণ আমেরিকা

মেক্সিকোতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় এ পর্যন্ত একজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ দেশটির লা-প্লেসিতা দ্য মোরেলোস শহরে এ ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে।

শক্তিশালী ভূমিকম্পের কারণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension