যুক্তরাষ্ট্ররাজনীতি

মেগা জুম কলে রেকর্ড গড়ছে হ্যারিসের নির্বাচনি তহবিল

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনি দৌড়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার প্রচার শুরুর পর এক সপ্তাহেই শ্বেতাঙ্গ, কৃষ্নাঙ্গ নারীরা থেকে শুরু নানা শ্রেনির মানুষ তাকে সমর্থন জানাতে জুম কল করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আর এসব বড় বড় জুম কলেই অল্প সময়ের মধ্যে হ্যারিসের নির্বাচনি তহবিল বেড়ে পৌঁছে যাচ্ছে রেকর্ড পর্যায়ে।

জুম কলের শুরুটা হয়েছিল কৃষ্ণাঙ্গ নারীদের পক্ষ থেকে। কমলা হ্যারিস গত ২১ জুলাইয়ে প্রেসিডেন্ট পদে তার নির্বাচনি প্রচারাভিযান শুরুর কয়েকঘণ্টার মধ্যেই ‘উইন উইথ ব্ল্যাক উইমেন’ সংগঠনের আয়োজনে ৪৪ হাজার নারী হ্যারিসকে সমর্থন জানাতে জুম বৈঠক করে।

এই বৈঠক থেকে হ্যারিসের জন্য ১৬ লাখ ডলারের নির্বাচনি প্রচার তহবিল সংগ্রহ হয়। যেখানে নির্বাচনের আগের ১০০ দিনে মাত্র ১০ লাখ ডলার অর্থ সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছিল।

তারপর যতই দিন গড়াচ্ছে ততই একের পর এক এ ধরনের জুম কল হয়ে চলেছে। ২২ জুলাইয়ে ৫৩ হাজারেরও বেশি কৃষ্ণাঙ্গ পুরুষ জুম কলে যোগ দেয়। সেই কল থেকে ৬ ঘন্টার মধ্যে সংগ্রহ হয় ১৩ লাখ ডলার।

পরের দুইদিন এমনই দুটো জুম কলে যোগ দেয় ৭ হাজার ৫০০ ল্যাটিন নারী আমেরিকান। এরপর গত ২৫ জুলাই রাতে বিশিষ্ট রাজনৈতিক কর্মী শ্যানন ওয়াটস ‘হোয়াইট উইমেন: অ্যানসার দ্য কল’ শীর্ষক জুম বৈঠকের আয়োজন করেন। এতে ১ কোটি ১০ লাখ ডলার নির্বাচনি তহবিল সংগ্রহ হয়। কলে যোগ দিয়েছিল ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। জুমের ইতিহাসে একটি ছিল সবচেয়ে বড় বৈঠক।

আর সর্বশেষ জুম কলটি হয়েছে সোমবার রাতে। ‘হোয়াইট ডুডস ফর হ্যারিস’ শিরোনামে হয় তিন ঘণ্টার এই জুম বৈঠক। এতে আকৃষ্ট করা সম্ভব হয় ১ লাখ ৮০ হাজার জনকে। তহবিল সংগ্রহ হয় ৩৭ লাখেরও বেশি ডলার। জেফ ব্রিগেডস, মার্ক রাফালো এবং মার্ক হামিলের মতো অভিনেতারাও এতে উপস্থিত ছিলেন।

হ্যারিসের প্রচারাভিযান মাত্র এক সপ্তাহে গড়িয়েছে। কিন্তু তাতেই মাঠ পর্যায় থেকে তিনি বিপুল সাড়া পাচ্ছেন। যেটা বাইডেনের প্রচারের সময় দেখা যায়নি। আধুনিক ভিডিও কনফারেন্স করে হ্যারিস পৌঁছে যাচ্ছেন আগ্রহী ভোটারদের কাছে এবং ভার্চুয়াল পদ্ধতিতে সংগ্রহ করছেন তহবিল।

বিবিসি জানায়, গত সপ্তাহে হ্যারিসের প্রেসিডেন্ট পদে নির্বাচনি প্রচার তহবিল বেড়ে দাঁড়ায় ২০ কোটি ডলারে। জুম কলেও সামিল হয় হাজার হাজার জন। যদিও সাধারণত জুম বৈঠকে অংশ নেওয়াদের সংখ্যা আরও অনেক কমেই সীমাবদ্ধ থাকে।

সোমবার সন্ধ্যায় হোয়াইট ডুডস ফর হ্যারিস কলে হাজার হা্জার মানুষ তারকা এবং রাজনীতিবিদদের বক্তব্য শুনেছে। হ্যারিস এমন ধারা অব্যাহত রাখতে পারলে তার প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিবিরের উদ্বিগ্ন হওয়া উচিত বলেই মনে করেন রিপাবলিকান কনসালটেন্ট ও জনমত জরিপকারী উইট অ্যারিস।

জুম সেশন ভোটারদের কাছে পৌঁছতে হ্যারিসের জন্য সহায়ক বলেই প্রতীয়মান হচ্ছে। ২০১৯ সালে হ্যারিসের নির্বাচনি প্রচারের চেয়ে এবার পুরো বিপরীত চিত্রই দেখা যাচ্ছে, বলেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension