
মোহনলালের দৃশ্যমের সঙ্গে পার্থক্য থাকবে অজয়ের রিমেকে
নিশিকান্ত কামাত পরিচালিত ২০১৫ সালের সিনেমা দৃশ্যম দর্শকমহলে আলোড়ন তুলেছিল। শ্রেয়া শরণ, তাবু, রাজত কাপুর অভিনীত সিনেমাটিকে কমপ্লিট মিস্ট্রি থ্রিলার বলে মনে করেন অনেকেই। এটি ২০১৩ সালে মুক্তি পাওয়া দৃশ্যমের অফিশিয়াল রিমেক। মূল সিনেমাটির পরিচালক জিতু জোসেফ। কিন্তু নিশিকান্ত তার সিনেমার প্রতি সুবিচারই করেছিলেন। দক্ষিণেও জিতুর সিনেমা অত্যন্ত সফল হয়েছিল। সে কারণেই ২০২১ সালে তিনি সিনেমাটির সিকুয়াল নিয়ে আসেন। ‘ স্লো বার্নিং স্টোরি’ হিসেবে দৃশ্যম টুও দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। স্বাভাবিকভাবেই একই তারকা টিম নিয়ে আসছে দৃশ্যমের বলিউড রিমেক। কিন্তু নিশিকান্ত কামাত আর নেই। ২০২০ সালে তিনি মারা গিয়েছেন। দৃশ্যম টুয়ের রিমেক নির্মাণ করছেন অভিষেক পাঠক।
মূলধারার পরিচালক হিসেবে অভিষেক একদমই নতুন। দৃশ্যমের মতো সিনেমা তার হাতে কতটা পক্ব হবে, তা নিয়ে সন্দেহ থাকলেও ট্রেলার কাট সে সন্দেহের জায়গা রাখেনি। দৃশ্যমের থ্রিল ও সাসপেন্স পুরোপুরিই আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু বিষয়। ট্রেলার দেখেই দর্শকরা বুঝেছেন, এ সিনেমায় মোহনলালের সিনেমা থেকে ভিন্ন কিছু আছে। কিছুটা হলেও বদলেছে গল্প। অজয় দেবগণও তা স্বীকার করেছেন। সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি বলেন, ‘বেশকিছু চরিত্র যুক্ত হয়েছে এবং অনেক কিছু বদলানো হয়েছে। অক্ষয়ের (খান্না) বা গায়তোন্ডের চরিত্রটি আপনারা মালয়ালম সিনেমাটিতে পাবেন না। গল্প অনেকটাই বদল করা হয়েছে, তবে অভিষেকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সিনেমার নির্যাস ঠিক রাখা হয়েছে।’
সিনেমার পরিচালক অভিষেক পাঠকও সে কথা বলেছেন। তারা কয়েক মাস সময় নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন। তিনি বলেন, ‘সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমরা প্রথমেই শুটিং শুরু করিনি। প্রায় সাত মাস ধরে চিত্রনাট্যের ওপর কাজ হয়েছে। তাই নিশ্চিতভাবেই মালয়ালম ও তেলেগু ভার্সনের সঙ্গে পার্থক্য রয়েছে।’
দৃশ্যম টু মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া এসেছিল। জিতু জোসেফ এরপর ভেঙ্কটেশ ও মীনাকে প্রধান চরিত্রে নিয়ে একটি তেলেগু সিনেমা নির্মাণ করেছিলেন। আর ২০১৫ সালে প্রথম সিনেমাটির রিমেক হওয়ার পরও নিশিকান্ত ও দৃশ্যমের হিন্দি টিমও প্রশংসিত হয়। সে কারণে বলিউডসহ অন্যান্য অঞ্চলের দর্শকও অপেক্ষা করছিল বিজয় সালগাওকার চরিত্রে অজয়ের ফিরে আসার। বোঝা যাচ্ছে যে চমক নিয়েই ফিরছেন তারা। এর মধ্যে ট্রেলার ও পোস্টার নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বলে রাখা ভালো, দৃশ্যমের তৃতীয় পর্বেরও পরিকল্পনা করে রেখেছেন জিতু।