
ম্যানেকুইনের মুখ ঢাকার নির্দেশ তালেবানের
তৈরি পোশাক প্রদর্শনের জন্য দোকানে রাখা ম্যানেকুইনের মুখ ঢাকার নির্দেশনা জারি করেছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। হেরাত, কান্দাহারসহ বিভিন্ন শহরের ব্যবসায়ীরা এমন নির্দেশনা পাবার কথা জানিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, আফগানিস্তানের সর্বত্র পোশাক ও বস্ত্র ব্যবসায় প্রতিষ্ঠানে রাখা ম্যানেকুইনের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর অন্যথা হলে সংশ্লিষ্টদের সাজা পেতে হবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
ম্যানেকুইনের মুখ ঢাকার নির্দেশনা সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে কাবুল ও অন্যান্য শহরের বিপণী থেকে ম্যানেকুইনের ছবি ফেসবুক, টুইটারে আপলোড করেছেন। কোথাও ম্যানেকুইনের গায়ে দামী গাউন, কারুকাজ খচিত পোশাক আর মুখে কাপড়, ফয়েল পেপার বেঁধে রাখা হয়েছে, আবার কোথাও ম্যানেকুইনের মুখে রং মেখে দেওয়া হয়েছে। অনেক ছবিতে ম্যানেকুইনের গায়ে পোশাক ও মাথার ওপর পলিথিন ব্যাগ বসানো দেখা গেছে, যাতে মুখ আড়াল থাকে। কিছু ব্যবসায়ী ম্যানেকুইনের মাথা ও মুখ দামি স্কার্ফ দিয়ে ঢেকেছেন।