
লুৎফুর রহমান চৌধুরী
বিদায় বেলায় দেখি যেন
বোন রে তোমায় আমি,
তুমি হলে আমার কাছে
সোনার চেয়ে দামী।
উষ্ণ চাদর হয়েছিলে
তুমি ছিলে পাশে,
পবিত্রতার সব স্মৃতিগুলো
চোখের সামনে ভাসে।
কপালে টিপ দিয়েছিলে
নজর লাগবে বলে,
কি হবে আর এসব দিয়ে
যাবো একদিন চলে।
দাদা বলে ডাকো যখন
দুঃখ যে যাই ভুলে,
বলবো কথা কি ভাবে হায়
মনটা আমার খুলে।
শাসন বারণ কে করবে
আমায়’তুমি ছাড়া,
এদিকে বোন মৃত্যু আমায়
দিচ্ছে ভীষণ তাড়া।