যুক্তরাজ্যে গাড়ি বানানোর পথে চীনের কোম্পানি চেরি
চীনের গাড়ি নির্মাতা জায়ান্ট ‘চেরি’ যুক্তরাজ্যে গাড়ি বানানোর চিন্তা-ভাবনা করছে। ঊর্ধ্বতন এক নির্বাহী কর্মকর্তা একথা জানিয়েছেন।
যুক্তরাজ্যে চীনের চেরি কোম্পানির প্রধান ভিক্টর ঝ্যাং বিবিসি-কে বলেন, যুক্তরাজ্যে গাড়ি নির্মাণ করা এখন সময়ের ব্যাপার মাত্র। এ বিষয়ে এখন কেবল চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
তিনি বলেন, চেরি এরই মধ্যে স্পেনে গাড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছে। ইউরোপীয় বাজারের জন্য তারা স্থানীয়ভাবে গড়ি তৈরির প্রস্তুতি নিতে সংকল্পবদ্ধ। অন্যায় ভর্তুকি থেকে এই কোম্পানির রপ্তানিতে কোনও সুবিধা পেয়েছে- এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
চীনের গাড়ি নির্মাতা জায়ান্ট ‘চেরি’ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি। চীনের সবচেয়ে বেশি গাড়ি রপ্তানি করে থাকে চেরি। তবে কোম্পানিটি এখন আরও বিস্তৃত পরিসরে গাড়ি তৈরির পরিকল্পনা করেছে।
আন্তর্জাতিক বাজার ধরতে চেরি কোম্পানি দুটি মডেলের গাড়ি নির্মাণের দিকে নজর দিয়েছে। আর তা হচ্ছে- ‘ওমোডা’ এবং ‘জেকু’।
অগাস্ট মাসে ‘ওমোডা’ যুক্তরাজ্যে বিক্রি শুরু হয়েছে। মূলধারার এসইউভি-এর সঙ্গে ওমোডা ৫ বিক্রি শুরু হয়েছে। এই গাড়ি বিদ্যুৎ এবং পেট্রোল জ্বালানিতেও চালানো যায়।
৬০টি ডিলারশিপের মাধ্যমে এ গাড়ি বিক্রি করা হচ্ছে। বছরশেষে এ সংখ্যা ১০০’র বেশিতে উন্নীত করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ইউরোপে বিক্রির জন্য গাড়ি সম্প্রতি তৈরি হয় চীনের পূর্বাঞ্চল উহুতে চেরির একটি গাড়ি তৈরি কারখানায়। কিন্তু এখন পরিস্থিতি বদলানোর আশা করছে কোম্পানিটি।
চেরি ইতোমধ্যেই স্পেনের একটি ফার্ম ইভি মোটারস এর সঙ্গে চুক্তি করেছে, যার আওতায় ওমোডো এবং জেকু মডেলের গাড়ি বার্সেলোনার সাবেক একটি নিশান কারখানায় তৈরি হবে। তবে কোম্পানিটি অন্যান্য স্থাপনাও প্রতিষ্ঠা করতে চায়।
এবছর শুরুর দিকে কোম্পানিটি বলেছে, যুক্তরাজ্যও গাড়ি তৈরির প্লান্টের একটি সম্ভাবনাময় দেশ হতে পারে। এই বিকল্প টেবিলে আছে।
যুক্তরাজ্যে চেরি কোম্পানির প্রধান ভিক্টর ঝ্যাং বলেন, “বার্সেলোনার সঙ্গে আমরা ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছি। যুক্তরাজ্যের বিষয়টি আমরা চিন্তাভাবনা করে দেখছি। আমরা সব বিকল্প এবং সুযোগ সুবিধা নিতেই প্রস্তুত। ফলে আমি মনে করি এটি সময়ের ব্যাপার মাত্র। সবকিছু প্রস্তুত হয়ে গেলেই আমরা কাজটি করব।”