আন্তর্জাতিকযুক্তরাজ্য

যুক্তরাজ্যে তিন নারী নিহতের ঘটনায় সন্দেহজনক যুবককে ধরতে অভিযান

যুক্তরাজ্যে তিন নারী নিহতের ঘটনায় সন্দেহজনক যুবককে ধরতে অভিযান শুরু করেছে ব্রিটিশ পুলিশ। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হার্টফোর্ডশায়ারের একটি বাসভবনে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাদের। পরে তাদের মৃত্যু হয়।

হার্টফোর্ডশায়ার পুলিশকে স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে একটি বাসা থেকে ডাকা হয়েছিল। সেখানে তারা তিন নারীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বেডফোর্ডশায়ার, কেমব্রিজশায়ার, এবং হার্টফোর্ডশায়ার মেজর ক্রাইম ইউনিট এই মামলায় রহস্যজনক এক যুবককে সন্দেহ করছেন। উত্তর লন্ডনের এনফিল্ডের বাসিন্দা ২৬ বছর বয়সী কাইল ক্লিফোর্ডকে চিহ্নিত করেছে পুলিশ। খবর আনাদোলু এজেন্সির।

ওই যুবক হার্টফোর্ডশায়ার বা উত্তর লন্ডনেও বসবাস করে থাকতে পারেন। তার রহস্যজনক অবস্থান আইন প্রয়োগকারী সংস্থার অনুসন্ধান তৎপরতায় প্রভাব ফেলছে।

ইউনিটের গোয়েন্দা সুপারিনটেনডেন্ট রব হল একটি বিবৃতিতে বলেন, ‘এটি ভুক্তভোগীদের পরিবারের জন্য একটি অবিশ্বাস্য রকমের কঠিন ও বেদনাতুর ঘটনা এবং আমরা এমনভাবে জিজ্ঞাসাবাদ করব যাতে তাদের গোপনীয়তা রক্ষা পায়। পরিবারের সদস্যরা যাতে তা মানিয়ে নিতে পারেন।’

‘যদিও আমরা এখনও এই তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি, আমরা সক্রিয়ভাবে কাইল ক্লিফোর্ডকে খুঁজছি,’ তিনি যোগ করেন। পরিস্থিতির গভীরতার উপর জোর দিয়ে, তিনি আহ্বান জানিয়েছেন, ঘটনার গুরুতর প্রকৃতির প্রেক্ষিতে, আমরা ওই যুবকের অবস্থান নিশ্চিত করার জন্য যে কাউকে জিজ্ঞাসাবাদ করবো।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension