যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভবন ধসের ২৪ ঘণ্টা পর নারী উদ্ধার

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেভেনপোর্টে একটি ভবনের আংশিক ধসে পড়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রবিবারের ধসের ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে এনবিসি নিউজ জানিয়েছে।

উদ্ধার হওয়া ৫২ বছর বয়সী লিসা ব্রুকসের পরিবার এনবিসিকে জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ছয়তলা ভবন থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

তিনি একটি সোফার নিচে লুকিয়ে ছিলেন।

স্বজনরা জানিয়েছেন, লিসা যে ইউনিটে আটকে ছিলেন, সেখানে ফোন পুনরায় কাজ শুরু করার পর তিনি সাহায্যের জন্য কল করতে পেরেছিলেন।

নগরীর দমকল প্রধান মাইকেল কার্লস্টেন বলেছেন, রবিবার ধসের পরপরই একাধিক তলা থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো ১২ জন নিজেরাই ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।

এর আগে সোমবার দিনের শুরুতে অষ্টম ব্যক্তিকে উদ্ধার করা হয় বলে জানান মাইকেল। উদ্ধারের পর ওই ব্যক্তিকে তার আঘাতের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

লিসাকে পাওয়ার আগে স্থানীয় সংবাদপত্র কোয়াড সিটি টাইমস কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানায়, মঙ্গলবার থেকে ভবনটি ধ্বংস করা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ভবনটি ধসের কারণ এখনো স্পষ্ট নয়।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে একটি গ্যাস লিক এবং যথেষ্ট পানির ক্ষতি আবিষ্কৃত হয়েছে।

সূত্র : বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension