প্রবাস

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শেখ হাসিনার জন্মদিন পালন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বঙ্গবন্ধু র কন্যা শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উদযাপন করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ।

ডক্টর সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন মাননীয় নেত্রীর জন্মদিনে আমরা শপথ নিলাম যতদিন পর্যন্ত এই অবৈধ দখলদার সরকারকে ক্ষমতাচুত না করতে পারব এবং নেত্রীকে দেশে ফিরিয়ে না আনতে আসবো ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এটাই হোক আজকের দিনে আমাদের শপথ।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন,যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি সোলাইমান আলী,সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল,সাংগঠনিক সম্পাদক তারিকুল হায়দার চৌধুরী, শ্রমও বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালীম সরকার, যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিআই রাসেল, যুক্তরাষ্ট্র পশ্চিম এর সভাপতি ডাক্তার মো. রবি, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এম উদ্দিন আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক শিবলী, মুস্তাইন বিল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, সহ সভাপতি নুরনাহার আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, যুবলীগ নেতা, বাহার উদ্দিন সবুজ, ছাত্রলীগ নেতা হৃদয়। এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension