যুদ্ধবিরতি বাড়লেও শঙ্কা কাটেনি গাজাবাসীর
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে গতকাল। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও গাজাবাসীর শঙ্কা কাটেনি। যুদ্ধবিরতি বাড়ানোর খবরে অনেকেই খাবারের মজুদ বাড়াতে বাজারের দিকে ছুটেছে। কেউ কেউ আবার জাতিসংঘের সাহায্যের আশায় তাকিয়ে আছে।
এর মধ্যে অনেককে ধ্বংস্তূপের ভেতর মরদেহ খুঁজতে দেখা গেছে। এদিকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি গতকাল সপ্তম দিনে গড়িয়েছে। ষষ্ঠ দিনের মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট আগে হামাস ও ইসরায়েল জানায়, এই যুদ্ধবিরতি ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। এদিকে গতকাল জেরুজালেমের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্যস্ত সড়কে বন্দুক হামলায় এক তরুণী (২৪), এক বৃদ্ধা (৬৭) ও এক বৃদ্ধ (৭৩) নিহত হন।
পরে দুই ইসরায়েলি সেনা ও এক সশস্ত্র বেসামরিকের পাল্টা গুলিতে দুই হামলাকারী নিহত হয়। ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেট বলেছে, হামলাকারী দুই ফিলিস্তিনি ভাইয়ের একজন মুরাদ নেমের (৩৮) এবং অন্যজন ইব্রাহিম (৩০)। পূর্ব জেরুজালেমের অধিবাসী এই দুই ভাই অতীতেও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জন্য ইসরায়েলের কারাগারে বন্দি জীবন কাটিয়েছেন। এর মধ্যে মুরাদ ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছর কারাবন্দি ছিলেন। এদিকে হামাস দাবি করেছে, হামলাকারী দুই ভাই তাঁদের সদস্য ছিলেন।
ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
তেল আবিবে গতকাল আইজাক হেরজগের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, এক সপ্তাহে অনেক জিম্মি বাড়িতে তাদের পরিবারের কাছে ফিরতে পেরেছে। আবার গাজার নিরীহ সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা বাড়ানো গেছে। তাই বলা যায়, এই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় ফলাফল আসছে।
এই যুদ্ধবিরতি প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।
সূত্র: বিবিসি, আলজাজিরা