
যুদ্ধাপরাধীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জয়
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নিজেকে বাঙালি মনে করলে, যুদ্ধাপরাধী ও যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের ভোট না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশন দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।
তিনি এ সময় বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি আমার একটাই দাবি, যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, আপনারা যদি নিজেকে বাঙালি মনে করেন তাহলে আপনারা তাদের ভোট দেবেন না।
‘আইনগতভাবে সুপ্রিম কোর্ট যুদ্ধাপরাধীদের রাজনীতিকে নিষিদ্ধ করে দিয়েছে’ উল্লেখ করে জয় এ সময় জামায়াতের নেতাদের বিএনপি ও ঐক্যফ্রন্টের মনোনয়ন দেওয়ার তীব্র সমালোচনা করেন।
এ বিষয়ে জাতির সামনে প্রশ্ন রেখে জয় বলেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্ট কিভাবে তাদের নমিনেশন দেয়। যারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে। আমাদের শহীদদের যারা হত্যা করেছে। ত্রিশ লাখ মানুষকে যারা হত্যা করেছে। তাদের কি ভাবে নমিনেশন দেয়?
জিয়াউর রহমান ও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন উল্লেখ করে বিষয়টি অত্যন্ত ‘লজ্জাজনক’ বলেও এ সময় মন্তব্য করেন জয়।
তিনি বলেন, ‘অবশ্য বিএনপির জন্য এটা আশ্চর্যের কোনও বিষয় নয়, কারণ জিয়াউর রহমানই তো জামায়াতে ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে তাদের রাষ্ট্রীয় পতাকা ওড়ানোর সুযোগ করে দিয়েছেন। আসলে আমাদের আশ্চর্য হওয়া উচিত না। তবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। একদম লজ্জার একটি বিষয়।