
আন্তর্জাতিক
রকেট লঞ্চারের শেল বিস্ফোরিত হয়ে পাকিস্তানে নিহত ৮
দক্ষিণ পাকিস্তানের একটি প্রত্যন্ত গ্রামের একটি বাড়িতে রকেট লঞ্চারের একটি শেল দুর্ঘটনাক্রমে বিস্ফোরিত হয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
তদন্তকারীরা ধারণা করছেন, পরিবারের সদস্যরা অবিস্ফোরিত শেলটি পাশের একটি খোলা খামারের মাঠে খুঁজে পেয়েছিল।
এরপর তারা সেটি বাড়িতে নিয়ে যায়। এ ধরনের বিস্ফোরণ প্রায়ই ঘটে, যখন কেউ বিক্রি করার জন্য অবিস্ফোরিত গোলাবারুদ ভেঙে ফেলার চেষ্টা করে।
পাকিস্তানের কান্ধকোট শহর ডাকাত এবং অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত। সেখানে প্রচুর গোলাবারুদ রয়েছে।
সেখানেই বিস্ফোরণটি ঘটেছিল। দেশটির নিরাপত্তা বাহিনী এই এলাকায় অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র: আল অ্যারাবিয়া