
নাসরীন জামান
ফিলিস্তিনের বাতাসে আজ
শুধুই লাশের গন্ধ
সেই বাতাসে নাক ডুবিয়ে
কেমনে থাকো অন্ধ?
বিশ্ববিবেক জাগাও মানুষ
বন্ধ করো যুদ্ধ
বাঁচাও নারী বাঁচাও শিশু
দেশটা অবরুদ্ধ।
আর কতকাল চলবে বলো
এমন গণহত্যা?
এদের বিচার করবে কারা
কোন মানবিক কত্তা?
জাগো এবার বিশ্ব বিবেক
মুক্ত করো ফিলিস্তিন
যায় যদি যায় প্রাণ তবুও
শোধ হবে কি রক্তঋণ?