তুমি লাল পাহাড়ের পথের দুপাশ ধরে,ছড়িয়ে থাকা পলাশ হতে যদি
আমি নাম না জানা ঝর্ণা হতাম,
না হয় হতাম সেই পাহাড়ে বইতে থাকা ছোট্ট ইচ্ছেনদী।
যদি হতাম আমি ফাল্গুনের এক সবুজরঙা
ভোর,
হয়ত তুমি চাইতে হতে রঙ ছড়ানো রবির আলোর নরম বাহুডোর।
কিংবা যদি কোকিল হতে কৃষ্ণচূড়ায় ডালে ডালে ডাকতে সুরে ভরদুপুরে
আমি তখন মনের সুখে রিনিরিনি বাজিয়ে যেতাম মিলনসুর এক জলনূপুরে।
এমন কত ইচ্ছেগুলো সকাল বিকেল দিগন্তে রোজ দিচ্ছে পাড়ি
লক্ষ্মীছাড়া মন বেচারার চোখেও এমন স্বপ্ন কত রঙবাহারি!