
রাশিয়ায় শপিং সেন্টারে বন্দুক হামলা, নিহত ৪
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্কের একটি শপিং সেন্টারে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস এই খবর দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শপিং সেন্টারের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি নির্বিচারে গুলি চালাচ্ছেন। মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকেও একেবারে কাছ থেকে গুলি চালান ওই হামলাকারী।
তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া।
There has been a shooting in Krymsk, Russia leaving 4 dead including perp and 1 injured pic.twitter.com/v9sjLHuZzP
— Delilah (@sm0k3bl34ch) November 24, 2022