ভারত

রাহুল গান্ধীর বাড়িতে পুলিশের হানা

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর নয়াদিল্লির বাড়িতে হানা দিয়েছে পুলিশ। সম্প্রতি ‘ভারত জোড়ো’ যাত্রায় শ্রীনগরে দেওয়া ‘আমি শুনেছি, নারীদের বিরুদ্ধে এখনো যৌন সহিংসতা অব্যাহত আছে’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাকে আইনি নোটিশ পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) সাগর প্রীত হুদার নেতৃত্বাধীন একটি দল রোববার সকালে রাহুল গান্ধীর ১২, তুঘলক লেনের বাসায় পৌঁছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে আমলে নিয়ে পুলিশ গত ১৬ মার্চ কংগ্রেস নেতার কাছে প্রশ্নপত্র পাঠিয়ে ‘যেসব নারী তার কাছে যৌন হয়রানির বিষয়ে জানিয়েছেন’, তাদের বিস্তারিত তথ্য জানানোর আহ্বান জানায়।

কংগ্রেসের শীর্ষ নেতারাও রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছেছেন, যাদের মধ্যে আছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী আশোক গেহলত, রাজ্যসভার এমপি অভিশেক মানু সিংভি ও জয়রাম রমেশ।

কংগ্রেসের শীর্ষ নেতারা এনডিটিভিকে জানিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা সুয়োমোটোর ভিত্তিতে এ ধরনের নোটিশ জারি করার কোনো আইনি ভিত্তি নেই। তাদের মতে, এটি কংগ্রেসকে হয়রানি করার জন্য দিল্লি পুলিশের নতুন অস্ত্র।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension