
লং কোভিড দশ লাখ মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং স্বাস্থ্য সেবাকে ‘বিপর্যস্ত’ করছে বলে সতর্কতা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস।
তিনি বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই সংকট দূরিকরণে যেন তারা ‘দ্রুত’ এবং ‘শক্তিশালী’ পদক্ষেপ নেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেছেন, করোনা মহামারী শেষের সবচেয়ে ভালো অবস্থানে আছে পৃথিবী। কিন্তু এটি পরিস্কার চীনে প্রথম দেখা দেওয়া কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তরা এখনো এর বিপর্যয়কর প্রভাবে ভুগছেন।
করোনায় আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৬৫ লাখ মানুষ নিহত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ৬০ কোটিরও বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আক্রান্তদের মধ্যে বেঁচে যাওয়া ১৫-২০ ভাগ মানুষ লং কোভিডে (করোনার দীর্ঘমেয়াদী প্রভাবে) ভুগছেন।
লং কোভিডের লক্ষণগুলো হলো দুর্বলতা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এবং কর্মহীনতা। লং কোভিডে ভোগা বেশিরভাগ হলেন নারী।
দ্য গার্ডিয়ান