
লাকসামে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
মাখদুম সামী কল্লোল: কুমিল্লার লাকসাম উপজেলার মোজাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেম হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এবং নিহতের পরিবার।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নৃশংস এ হত্যাকাণ্ডের জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজিব হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায় নিহতের পরিবার।
গত ৩১ আগস্ট কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় আবুল কাসেম (৫২) নামে এক ইউপি সদস্যকে রাজিব (৩২) নামে এক মাদক সেবনকারী ও কারবারি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রাজিব শ্রীয়াং গ্রামের মৃত শহীদ উল্লাহর ছেলে।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুনসহ বক্তব্য রাখেন বাইসস মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম।
আমেনা খাতুন তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ৩১ আগস্ট দুপুরে মামলার ২ নং বিবাদী শহীদুল্লাহ চৌধুরী মোবাইল ফোনে তার স্বামীকে স্থানীয় শ্রীয়াং বাজারে ডেকে নিয়ে যায়। আনুমানিক বেলা আড়াউটা থেকে ৩টার মধ্যে আগে থেকেই ওত পেতে থাকা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রাজিব গং ইউপি সদস্য আবুল কাসেমকে জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
তিনি এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের ন্যায় বিচার পেতে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। সেই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বাইসসের সভাপতি মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম সরকারের কাছে সংগঠনের পক্ষ থেকে তার লিখিত বক্তব্যে নিহত ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাসেমের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
সংবাদ সম্মেলনে বাইসস’র মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম নিহত আবুল কাসেমের ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
এসময় নিহত আবুল কাসেমের বাবা, বোনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।