
লিবিয়ার বন্যার্তদের জন্য ৭১ মিলিয়ন ডলার সহায়তা চাইল জাতিসংঘ
ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় লণ্ডভণ্ড পূর্ব লিবিয়ার একাংশ। দেশটির বন্যার্তদের জন্য দাতাদের কাছে ৭১ মিলিয়ন ডলার জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ।
চলতি সপ্তাহের শুরুর দিকে দেরনা শহরে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। এছাড়া বন্যার পর থেকে নিখোঁজ রয়েছে আরও ১০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা ওসিএইচএ বলেছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়বে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ওসিএইচএ বলেছে, দেরনার ৩০ শতাংশ অদৃশ্য হয়ে যেতে পারে এবং বেশিরভাগ রাস্তা ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ত্রাণ ও এবং উদ্ধারকৃত লোকদের সরিয়ে নিতে একটি সমুদ্র করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছে। সমুদ্রতীরবর্তী শহর সোসে এখনও পুরো বন্যার পানিতে নিমজ্জিত।
পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ অভিহিত করে ওসিএইচএ বলেছে, ক্ষতিগ্রস্ত আড়াই লাখ মানুষের জরুরি প্রয়োজনে সাড়া দিতে ৭১.৪ মিলিয়ন ডলার প্রয়োজন। এর আগে বুধবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা প্রধান মার্টিন গ্রিফিথস ১০ মিলিয়নের তাৎক্ষণিক জরুরি তহবিল ঘোষণা করেছিলেন।