আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

লেবাননে ৫ নভেম্বরেই আগেই যুদ্ধবিরতি: প্রধানমন্ত্রী মিকাতি

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-জাদীদকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব মিকাতি গতকাল বুধবার বলেন, ‘আজ (বুধবার) হচস্টেইনের সঙ্গে কথোপকথনে মনে হলো, সম্ভবত আমরা আগামী কয়েক দিনের মধ্যে—পাঁচই নভেম্বরের আগে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারি।’ হচস্টেইন আজ বৃহস্পতিবার এই ইস্যুতে আলোচনা করতে ইসরায়েল সফর করবেন।

এদিকে, হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম গতকাল বুধবার বলেছেন, গ্রহণযোগ্য শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে তাঁর দল রাজি। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো প্রস্তাব পাননি তাঁরা। এই বিষয়ে নাজিব মিকাতি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি…আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে যুদ্ধবিরতি অর্জন করতে।’

লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেন, হিজবুল্লাহ এখন আর লেবাননে যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজায় যুদ্ধবিরতির বিষয়টি সামনে আনছে না। তবে দেরিতে এই মত পরিবর্তনের জন্য দলটির সমালোচনা করেন মিকাতি।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি সম্পন্ন হতে পারে।

প্রতিবেদন অনুসারে, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রিসভা, সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে সীমিত পরিসরে আক্রমণ চালানো শুরু করে। শুরুতেই হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হলে তারা ইসরায়েলে আক্রমণ বন্ধ করবে না। জবাবে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। সর্বশেষ, গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হন।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দূত আমোস হচস্টেইনের ইসরায়েলে আসন্ন সফর ইঙ্গিত দেয় যে, নেতানিয়াহু চুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি সমর্থন করছেন এবং হচস্টেইন ইসরায়েলে যাওয়ার আগে ইসরায়েলিরা যুদ্ধবিরতির বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় ছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াল্লা’ জানিয়েছে, বাইডেনের দূত আমোস হচস্টেইন ও ব্রেট ম্যাকগার্ক আজ বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন, যাতে লেবাননের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তি সম্পন্ন করা যায়।

তবে ওয়াল্লার এই তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি যে বক্তব্য দিয়েছেন তার বিরোধী। কামাতি বলেছেন, হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো প্রকল্প বা রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেনি। তাঁর কথায়, হিজবুল্লাহর বর্তমান অগ্রাধিকার যুদ্ধক্ষেত্র। তিনি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধের মধ্যে হিজবুল্লাহ কোনো আলোচনা মেনে নেবে না…আগ্রাসন থামুক, তবেই আমরা সব রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension