শারমিন নাহার ঝর্ণা
শিশির ভেজা পাকা ধানে
ভোরে রবি হাসে,
মুক্তোর মতো শিশির কণা
চকচক করে ঘাসে।
পাখি ডাকে কিচিরমিচির
মিষ্টি সকাল বেলা,
বিলের ধারে বক পাখিরা
করে মজার খেলা।
মৃদু মৃদু শীতল হাওয়ায়
ফুলের সুবাস ছড়ায়,
শিউলি ফুলের ঘ্রাণে যেন
মনটা কোথায় হারায়।