শিক্ষক ফয়জুল আলমের স্মরণ সভা আয়োজিত
বিয়ানীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, ক্রীড়া সংগঠক , নাট্যকার শিক্ষক ফয়জুল আলম (আলম স্যার) স্মরণে নিউ ইয়র্কে বসবাসরত তার সাবেক ছাত্র, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীরা এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ মে (রোববার) সন্ধ্যায় নিউইয়র্কের ওজোনপার্কের মমোজ পার্টি হলে বীর মুক্তিযোদ্ধা ও বিয়ানী বাজার সমিতির সাবেক সভাপতি ও আহ্বায়ক আজিজুর রহমান সাবুর সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষক ফয়জুল আলমের সহপাঠি ও সমাজসেবক আবুল কালাম মাস্টার, সহকর্মী আবদুস সহীদ হেডমাস্টার, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ সোসাইটির সভাপতি বদরুল খান, প্রবীণ আবদুল নূর আখা মুহরী, বিয়ানী বাজার সমিতির সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, রাজনীতিবিদ হাজী আব্দুল জলীল, নজরুল ইসলাম,বিয়ানী বাজার সমিতির সভাপতি আবদুল মান্নান,সমাজসেবী আহমদ মোস্তফা বাবুল, হাজী আবদুল হক মনিয়া,রফিক উদ্দিন তোতা,বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, সাংবাদিক মিসবাহ উদ্দিন, শামসুল আবদীন, আবদুল কাদির, সহপাঠী আনা মিয়া চৌধুরী, আক্তার মিয়া মুক্তা, গীতিকার গৌছখান,বদরুলইসলাম, অধ্যাপক কামাল চৌধুরী, সমন্বয়কারী আব্দুর রউফ তুলন, এ টি এম তালহা, আলতাফ চৌধুরী প্রমুখ।
সদস্য সচিব আতিকুল হক আহাদ ও যুগ্ম সদস্যসচিব ফয়সল আহমদ পরিচালনায করেন। শিক্ষক ফয়জুল আলমের জীবনী নিয়ে অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আবদূন নূরের সম্পাদনায় ‘গুরুছায়া’ নামে একটি ম্যাগাজিত প্রকাশ করা হয়। স্বাগত বক্তব্যের পর সম্পাদক আবদূন নূর অতিথিদের হাতে ম্যাগাজিনটি তুলে দেন। মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন স্যারের পুত্র মাসুদ আলম ,অন্যান্যের মধ্যে স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন বিয়ানী বাজার সমিতির সাধারন সম্পাদক নজমুল হক মাহবুব ,সাবেক সেক্রেটারী মিসবাহ উদ্দিন,রুহুল আহমদ,মিসবাহ আবদীন, জনাব আবদুল হাসিব,আবদুল আলীম ,আবদুল কুদ্দুস টিটু,ইফজাল আহমদ,সরওয়ার হোসেন ,রিজু মুহাম্মদ , যুবনেতা রেজাউল ইসলাম অপু প্রমুখ।