সারমিন চৌধুরী
ভোরের সদ্য ফোটা ফুল আনন্দে হাসে,
অন্ধকারের চিবুক বেয়ে লোলুপ হয় জোনাকিরা
প্রজ্বলিত রাখে নিঃশেষ সত্য নিস্তব্ধ রাতে
বেদনার নীলিমায় এঁকে দিয়ে যায় বিশুদ্ধ প্রেম
নীরবে বয়ে চলা নদীকে দেখায় পথের দিশা।
একদিন সব বদলে যায় কৃত্রিমতার ছোঁয়া লেগে
সোডিয়ামের আলোয় হারিয়ে যায় পূর্ণিমার রূপ
মানুষের চোখে জ্বলে ওঠে লোভ-লালসা
চেনাজানা মুখগুলো মরীচিকার মতো লাগে!
তারা কমলা রোদে লুকিয়ে রেখে নিজ ছায়া,
সজ্জিত নগরীতে আধিপত্য বিস্তার করে।
আর পড়ন্ত বিকেলে অনুভব করে নির্জন হ্রদ
যেন এ হেমন্তের শূন্য মাঠে হলুদের আকাঙ্ক্ষা:
ততক্ষণে সময় এঁটে দেয় আয়ুতে খিল;
গোধূলির ন্যায় চোখমুখে ভাসে নির্ঘুম রাতেরা
হেয়ালি চাঁদের অন্ধ জোছনা উড়ে আসে
নিভে যাওয়া প্রদীপের ভাসমান ধোঁয়া হয়ে।
ক্রমশ বিদীর্ণ আঁধারে জেগে উঠে ঢের বিস্ময়!
হঠাৎ প্রাণের ভেতর জীর্ণ সমাধিকে ভেঙে
জীবন ছুটে চলে শিকড়ের সন্ধানে।