
ভারত
শিয়ালদহ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আবারও প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। দিনের ব্যস্ত সময়ে শিয়ালদহের মতো স্টেশনে ঘটল আগুন লাগার ঘটনা। বৃহস্পতিবার দুপুর বেলা আচমকাই শিয়ালদহ স্টেশনের মেইন বিল্ডিংয়ে আগুন লাগে। তিনতলার একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা জায়গা। আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত আধিকারিক এবং যাত্রীরা। এরপর খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আসেন দমকল ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। শেষপর্যন্ত বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীরা জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। ঘটনায় এখনও আতঙ্কিত সাধারণ যাত্রীরা। তবে তাঁদের নিরাপত্তা সুরক্ষিত করেছে রেল পুলিস।