
হোসেইন আহমদ চৌধুরী
রোগাক্রান্ত দিনের প্রীতিহীন ইতির পর
চরাচরে অভিষেক হয়—
এক ইস্পাত কঠিন সন্ধ্যার।
ঘুটঘুটে আন্ধাইরে হাঁটে রাত গুপ্তচর
অতঃপর, নিঃস্ব জনে—
শুরু করে নিশুতি আচার।
প্রাণপণ দাবি করে উড়ুক্কু সময়ের ঘর
বাতাইয়ার ফাঁক গলে—
আসে না গন্ধ রজনীগন্ধার।
সূর্যের উঁকি, দিলে রাত্রি শেষের খবর
চরাচরে ফের শুরু—
শ্বেতীরোগ সময়ের অত্যাচার।