
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে
অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তাকে শপথ পাঠ করান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। খবর ডেইলি মিরর।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্টের দপ্তরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহের নাম সামনে আসে। গতকাল বুধবার প্রেসিডেন্ট গোতাবায়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। এরপরই তার দল ইউএনপি তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কথা প্রকাশ্যে আনে।
এরপর আশীর্বাদ পেতে তিনি ওয়ালুকারমা মন্দিরে যান।
এর আগেও বিভিন্ন শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিক্রমাসিংহে। দেশটির সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা এক হত্যাকাণ্ডে নিহত হওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব করেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।
এরপর প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকের শাসনামলে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তৎকালীন জোট সরকারের নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে ২০১৫ সালের জোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিক্রমাসিংহে। সেবছরই আগস্টের সাধারণ নির্বাচনে ভোট দিয়ে তাকে ফের প্রধানমন্ত্রীর হিসেবে নির্বাচিত করের শ্রীলংকার জনগণ।
এরপর ২০১৮ সালের ডিসেম্বরে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তৎকালীন প্রেসিডেন্ট সিরিসেনা। ২০১৯ সালের নভেম্বরে তার দল ইউএনপি প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে পদত্যাগ করেন বিক্রমসিংহে।