জাতিসংঘ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিছু দেশের জন্য কার্যত ‘মৃত্যুদণ্ড’ : গুতেরেস

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিভিন্ন দেশের উপকূলীয় নিচু এলাকা ও ছোট দ্বীপ রাষ্ট্রে বসবাসকারী লাখ লাখ মানুষ হুমকিতে আছেন বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ১৯০০ সালের পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার নতুন তথ্য প্রকাশের পর এ সতর্কতার কথা বললেন গুতেরেস।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক বিতর্কে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, বাংলাদেশ, চীন, ভারত ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো—যেমন ব্যাংকক, বুয়েনস আইরেস, জাকার্তা, লাগোস, লন্ডন, লস অ্যাঞ্জেলেস, মুম্বাই, মাপুতো, নিউইয়র্ক ও সাংহাইয়ের মতো বড় শহরগুলো হুমকির মুখে পড়েছে।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের নিচু এলাকায় বসবাস করা প্রায় ৯০ কোটি মানুষের জন্য এ বিপদ তীব্র হবে। অর্থাৎ পৃথিবীর প্রতি ১০ জনের একজন এ বিপদের ঝুঁকিতে আছেন।

নাসা সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের ফলে এ গ্রহ ক্রমাগত উত্তপ্ত হচ্ছে এবং হিমবাহ ও বরফের শিট গলে যাচ্ছে। এ উত্তপ্ত হওয়ার ফলে প্রতিবছর অ্যান্টার্কটিকার বরফ সেল্ফ থেকে ১৫০ বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে। আর গ্রিনল্যান্ডের বরফ গলছে আরও দ্রুত এবং প্রতিবছর ২৭০ বিলিয়ন টন বরফ গলছে।

গুতেরেস বলেন, গত ১১ হাজার বছরের যে কোনো সময়ের চেয়ে গত শতাব্দীতে বিশ্বের মহাসাগরগুলো সবেচেয়ে বেশি দ্রুত উষ্ণ হয়েছে। আমাদের বিশ্ব ১.৫ ডিগ্রি উষ্ণায়নের সীমা অতিক্রম করেছে। বর্তমান নীতির কারণে এটি এখন ২ দশমিক ৮ ডিগ্রির দিকে যাচ্ছে, যা দুর্বল দেশগুলোর জন্য কার্যত মৃত্যুদণ্ড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension