সাজসজ্জায় কটন বাডের ব্যবহার
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: চটজলদি মেইকআপ করতে কটন বাড ব্যবহার করা যায়। মেইকআপ ঠিক করার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।
ব্রোঞ্জার ঠিক করতে: মাঝে মধ্যেই মেইকআপ করার সময় কম বেশি হয়ে যায়। তখন মুছ ধুয়ে ঠিক করা অসম্ভব। তাই কটন বাড ব্যবহার করে মুখ থেকে বাড়তি মেইকআপ সহজেই মুছে ফেলা যায়।
সুন্দর ভাবে লিপস্টিক লাগাতে: ঠোঁট এঁকে লিপস্টিক দিতে চান অথচ লিপ লাইনার ব্যবহার করতে পছন্দ করেন না। তাহলে কয়েকবার লিপস্টিকের ছোঁয়া লাগান এবং তারপর কটন বাড দিয়ে সুন্দর করে ঠোঁট এঁকে নিন। এভাবে বাড়তি রং এড়িয়ে সুন্দর ঠোঁট পাওয়া যায়।
নাকে হাইলাইটার ব্যবহার: তাড়াহুড়ায় থাকলে এবং সঠিক ব্রাশ খুঁজে পাওয়া না গেলে কটন বাড ব্যবহার করতে পারেন। নাকের মাঝ বরাবর থেকে লম্বাভাবে রেখা টেনে নিন এরপর আঙুলের সাহায্যে তা মিশিয়ে নিন। চাইলে ভ্রুয়ের নিচেও এভাবে হাইলাইটার ব্যবহার করত পারেন।
চোখের পাপড়ি ঘন করতে: ট্রান্সলুসেন্ট পাউডারে কটন বাড ডুবিয়ে নিন। এরপর তা হাল্কাভাবে চোখের পাপড়িতে লাগান। এরপর মাস্কারা দিন। এতে চোখের পাতা ঘন দেখাবে।