প্রবাস

সামছুদ্দীন মাহমুদের বইয়ের মোড়ক উম্মোচন

ফোবানার কাব্য জলসা মঞ্চে কথাসাহিত্যিক সামছুদ্দীন মাহমুদের প্রকাশিত নতুন বই ‘মার্কিন মুলুকে’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর টেক্সাসেের ডালাসে বইটির মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি(এডমিন) প্রফেসর ড. বেনু কুমার দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনি ইউএসএর প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল হক চৌধুরী সোহেল, সাবেক ট্রেজারার ড. মোহাম্মদ আলী মানিক, এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর, কাব্য জলসার প্রধান ও লেখক ফরহাদ হোসেন, ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুবু রহিম, ডিউক খান, মহিউদ্দিন দুলাল, মোহাম্মদ মাওলা, বাবুল হাই, মোস্তফা আমিন খোকন, নুরুল হুদা, সাংবাদিক জুয়েল সাদাত, স্যাম রিয়াসহ অনেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোড়ক উম্মেচন অনুষ্ঠানে প্রফেসর বেনু দে বলেন, প্রবাসে শত ব্যস্ততার মধ্যেও লেখালেখি করা অত্যন্ত কঠিন একটি কাজ। আর এই কাজটি সুচারুরুপে সম্পন্ন করছেন সামছুদ্দীন মাহমুদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনি প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, সামছুদ্দীন মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং চট্টগ্রামের কৃতি সন্তান। সে আমার ছোট ভাইয়ের মতো। তার লেখা আগের দুটি বই ’জবা নামের মেয়েটি’ ও ‘অঝোর প্রেমের গল্প’ আমি পড়েছি। অসাধারন তার লেখনি শক্তি। আমি তার সফলতা কামনা করি।

ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারী নাহিদুল হক চৌধুরী সোহেল বলেন, ফোবানাতে এবারের সফল বইমেলা অনুষ্ঠান এবং সামছুদ্দীন মাহমুদের মতো বহুমাত্রিক লেখকের বইয়ের মোড়ক উম্মোচন প্রমাণ করে ফোবানা কেবল গান বাজনা নয়, কবি সাহিত্যিকদের মিলন মেলাও বটে। উল্লেখ্য এবারই প্র্রথম জাকজমকপুর্ণ ভাবে ফোবানা বইমেলা শুরু হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension