রাজীব হাসান
ভুল করেও যদি আবারও দেখা হয়
মুখটা ফিরিয়ে নিও
কলঙ্কিত এই মুখ আর দেখো না তুমি
যে তোমাকে ভালোবাসেনি
ভালোবাসতে পারেনি কখনোই
তাকে দেখে আর নিজেকে কষ্ট দিও না।
কখনও ভুল করে তোমার সামনে এলে
না দেখার ভান ধরে এড়িয়ে যেও
চোখে চোখ পড়ে যাবার আগে
নয়ত ক্ষণিকের দেখায় হয়ত আবারও
তোমার মনে পুরোনো কষ্টগুলো
জেগে উঠবে নতুন করে।
চলার পথে যদিও বা কখনও দেখা হয়ে যায়
অপরিচিত ভেবে পাশ কেটে চলে যেও
পেছন ফিরে তাকিও না সেদিন আর
চিনি না বা কখনও দেখিনি এটা ভেবেই
চলে যেও সরি বলে আমিও না হয়
উলটো পথের নিজ গন্তব্যে চলে যাব।