
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র লোগো ব্যবহারে বিধিনিষেধ
সংগঠনের লোগো ও নাম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করে অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের কার্যকরি পরিষদ, নবগঠিত উপদেষ্টা ও ট্রাস্টি পরিষদের সদস্যরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে আয়োজিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর. সি টিটোর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সম্মানিত ট্রাস্টি আব্দুল জব্বার খান মুরাদ, রিয়াজ উদ্দীন কামরান, সম্মানিত উপদেস্টা মো. মেহবুব, মামুন আহমেদ, সাবেক সহ সভাপতি মুকুল হক, শাহনেওয়াজ কোরেশী, কার্যকরি পরিষদের সহ-সভাপতি জয়ন্ত কুমার চক্রবর্তি, শরিফুল খালিসদার, সহ সম্পাদক সামুন মাহমুদ, দপ্তর সম্পাদক অপু সিং, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামিম আহমদ সাহা।
আয়োজিত যৌথ সভায় সংগঠনের আগামী দিনের কর্মসুচি চুড়ান্ত করা হয় বলে জানান সাধারণ সম্পাদক আর. সি টিটো। তিনি বলেন, অনেকেই সংগঠনের অনুমতি ব্যতিরেকে লোগো ও নাম ব্যবহার করছে। তাই বিষয়টি যৌথ সভায় উত্থাপিত হলে বিধিনিষেধ আরোপ করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পক্ষে সবাই মতামত দেন।