মো. আশতাব হোসেন
জমানো কথা প্রাণ ভরা ব্যথা
মনের অব্যক্তে অশান্তি বেড়ে অধিকতর
সবার অগোচরে হয়ে হাতিয়ার এক বিষাক্ত
প্রাণটাই করে দেয় কোরবান নিরালায়।
উত্তম সহচর কাছের মানুষ যদি নেয় অংশ
মতবিনিময়ে বোঝা খানিক সরে দাঁড়ায়,
ভয়ে হতে পারে আশ্রম ছাড়া যন্ত্রণায় যন্ত্রণায়।
অসৎ সঙ্গ ছেড়ে সৎ মহত্ত্বের ছায়া দান করে
প্রশান্তি মানুষের শাখা প্রশাখায়।
জীবনের মূল্যবোধ সুচিন্তায় হয় উজ্জীবিত।
হতাশা কামড়ে খায় ধৈর্যের থাম্বা
বিবেক ভস্ম করে গড়ে কঠিন শিলা।
নিরাশ হতে নেই পালা হবে পরিবর্তন,
সাধনার হীরক ধারে আঁধার কেটে জীবনে।