
প্রধান খবরভারত
সুপ্রিম কোর্টে বিলকিস বানুর আবেদন খারিজ
ভারতের গুজরাট দাঙ্গায় নির্যাতিতা নারী বিলকিস বানুর দায়ের করা রিভিউ পিটিশন শনিবার খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ১১ ধর্ষক ও খুনির মুক্তি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হননি সর্বোচ্চ আদালত।
২০০২ সালের গুজরাট দাঙ্গায় গণধর্ষণের শিকার হন বিলকিস বানু। তার পরিবারের ১৪ সদস্যকে হত্যা করা হয়। ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামিকে গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে গুজরাটের কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এমন আসামিদের মুক্তিতে ভারতে সমালোচনার ঝড় ওঠে। সাজার মেয়াদ শেষের আগে আসামিদের মুক্তি দেয়ার রায় পুনর্বিবেচনা করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস। এবার সে আবেদন খারিজ হয়ে গেল।