
সেপ্টেম্বরে ১৭ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার
রাশিয়ান বাহিনী চলতি মাসে ১৭ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে বলে মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দাবি করেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস শোইগুর উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘চলতি মাসে ১৭ হাজারেরও বেশি লোক, দুই হাজার ৭০০ ইউনিটের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে, যার মধ্যে সাতটি মার্কিন ব্র্যাডলি পদাতিক যুদ্ধযান, ৭৭টি মার্কিন এম৭৭৭ আর্টিলারি সিস্টেম, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ৫১টি স্ব-চালিত আর্টিলারি ইউনিট, দুটি জার্মান লেপার্ড ট্যাংক এবং একটি ইংলিশ চ্যালেঞ্জার ট্যাংক রয়েছে।’
রুশ মন্ত্রী বলেছেন, রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের সশস্ত্র বাহিনী গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি আরো বলেন, রুশ সেনারা শত্রুকে পরাস্ত করতে সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছে।
কুপিয়ানস্ক অভিমুখে ২৫তম এবং ১৩৫তম মোটরচালিত রাইফেল ব্রিগেডের সদস্যদের পেশাদারি ও সাহসের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। এ ছাড়া সিনকোভকা ও পেট্রোপাভলোভকার বসতিগুলোর কাছাকাছি অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফের মতে, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী আক্রমণের শুরু থেকে দুই লাখ ৭৬ হাজার ৬৭০ রুশ সেনাকে নির্মূল করেছে।
সূত্র: আল অ্যারাবিয়া