রাজীব হাসান
মনের ঘরে যতন করে রাখছি তোমায় রোজ
হাত বাড়ালে আড়ালে যাও, হও তুমি নিখোঁজ
বুকের মাঝে তোমায় রাখি
চোখে হাজার স্বপ্ন আঁকি
তোমায় নিয়ে মনের পাড়ায় আকাশ দেখি রোজ।
এলোচুলে আসো যখন আমার মনের বারান্দায়
ব্যালকনিতে চুলের ঘ্রাণে আমার টেকা বড় দায়
ভেজা চুলের সুবাস ভাসে
হাওয়ায় দুলে কাছে আসে
সে হাওয়াটা ভেসে এসে পাগল করে যায় আমায়।
বৃষ্টির দিনে ভিজতে যখন ব্যালকনিতে দাঁড়াও
দূর থেকে আমায় দেখে হাত ইশারায় নাড়াও
ছটফট করে খাঁচার পাখি
দেখতে তোমার কাজল আঁখি
মায়াবিনী তুমি সকাল বিকাল আমাকে হারাও।