
এম.আবু বকর সিদ্দিক
স্বাধীনতার পাখি আমি
উড়বো ডানা মেলে,
যেথায় খুশি গানে গানে
ঘুরবো হেসে খেলে।
স্রোত হয়ে ঢেউয়ে ঢেউয়ে
করব আমি খেলা,
নদীর মাঝে বাধা বিহীন
কাটবে আমার বেলা।
পাহাড় থেকে ঝর্ণা হয়ে
নামবো আপন পথে,
সুরে সুরে কুলকুল রবে
চলব নিজের মতে।
আমার চলা বলার পথে
দাও যদি কেউ বাধা,
সে তো স্বাধীনতার শত্রু
পাকসেনাদের দাদা।