বাংলাদেশের পথেমুক্তিযুদ্ধস্বাধীনতা

স্বাধীনতার পথে- ১৮ ফেব্রুয়ারি ১৯৭১

১৮ ফেব্রুয়ারি ১৯৭১

জেলা শিক্ষক সমিতির দ্বাদশ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বাংলার প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক রণেশ দাশগুপ্ত বলেন, ‘নতুন সমাজ গড়ার কারিগর হিসেবে আমাদের দেশের শিক্ষক সমাজকেই দেশের প্রকৃত মালিক কৃষক-শ্রমিকের ঘরে ঘরে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার বিপ্লবী দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।’ ঢাকা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, পূর্ব পাকিস্তানের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য কামরুজ্জমান, সমিতির কার্যকরী সাধারণ সম্পাদিকা হেনা দাস, তারেকুল ইসলাম, রুহুল আমীন, গাজী আবদুল কাদের, সৈয়দ এহসান উদ্দিন আহমদ, আবু সাঈদ আহমদ, বেগম নূরজাহান, এমদাদ হোসেন, রেজাউল হক, আবদুল মান্নান প্রমুখ। অধিবেশন শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় একটি গণসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাকিস্তান পিপলস্‌ পার্টির চেয়াম্যান জেড. এ. ভুট্টো করাচির পার্টির স্থানীয় দফতরে দলীয় কর্মীদের এক সভায় ভাষণে শাসনতান্ত্রিক প্রশ্নে আওয়ামী লীগ ও পিপলস পার্টির মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার জন্য কোনরূপ মধ্যস্থতা বা সালিসের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন দেশে বর্তমানে তিনটি শক্তিই রয়েছে, তা হল আওয়ামী লীগ, পিপলস পার্টি ও সশস্ত্র বাহিনী। কোনও চতুর্থ শক্তিকেই আমরা স্বীকার করি না। তিনি বলেন, কোনও কোনও হতাশ মহল পিপলস পার্টির সঙ্গে শত্রুতাবশত এ কথা বলেছে যে, ভুট্টো একটি বিশেষ অঞ্চলের স্বার্থকে প্রাধান্য দেবে। ভুট্টো বলেন, ‘পাকিস্তানের চেয়ে আমার কাছে প্রিয়তম অন্যকিছু নয়। আমি সবার আগে বলব ‘জয় পাকিস্তান’ তারপর দশবারও বলতে পারি ‘জয় বাংলা’, ‘জয় সিন্ধু’, ‘জয় পাঞ্জাব’, ‘জয় বেলুচিস্থান, ‘জয় সীমান্ত’।’ তিনি তার সিদ্ধান্তের কথা আবার উল্লেখ করে বলেন, জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান না করার জন্য তার দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা অপরিবর্তনীয়। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানকে আমরা যখন বড় ভাই হিসেবে গ্রহণ করেছি তখন তার ছোট ভাইদের বক্তব্য শোনা উচিত।’

পূর্ব পাকিস্তান ছাত্রলীগ তাদের একুশে স্মরণে ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে আজ ‘ড. জোহা দিবস’ পালন করে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুই সপ্তাহ আগের ভারতীয় বিমান অপহরণের বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণ ভারত প্রত্যাখ্যান করায় পাকিস্তানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

ন্যাশনাল জুট মিলস্‌ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ফকির শামসুদ্দিন দীর্ঘদিন সামরিক আইনে কারাদণ্ড ভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension