
জহিরুল হক বিদ্যুৎ
ওরা প্রায়ই আসে—
স্মৃতির জানালা খুলে ঢুকে পড়ে
প্রিয় ঝর্ণা, পাহাড়, সমুদ্র সৈকত,
ঐ আকাশ, কাশফুল, ঝুমবৃষ্টি।
শরতের আলো-আঁধারি রাতে
ওরা চিঠি নিয়ে আসে,
আমার কিছু ফেলে আসা চিঠি।
আমার শরীর ভিজিয়ে দেয় ঝর্ণা
পাহাড়ি বুনোফুল ছুৃঁয়ে দেয় মন,
অন্ধকার ভেদ করে ঢুকে যায়
সমুদ্র সৈকতের একমুঠো রোদ্দুর।
স্বপ্নভাঙা বুকে জোনাকির সুর
সুরমূর্ছনায় ভাসে প্রেমের পদাবলি।
ওরা ফিরে যায় শিশিরসিক্ত ভোরে,
আমার চোখে শরতের নীলাকাশ
তবু কবিতায় নামে বিরহের ঝুমবৃষ্টি।