
হিংসার দায় বিরোধীদের ঘাড়ে চাপালেন মমতা
রূপসী বাংলা ডেস্ক: ফের উত্তপ্ত বাংলা৷ পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ কোথাও আক্রান্ত হচ্ছে বিরোধীরা৷ কোথাও মার খাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে৷
গত কয়েকদিন ধরে এই এই ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি৷ শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী নেতারা৷ পিছিয়ে নেই তৃণমূলও৷ তাদের তরফও বারবার তোপ দাগা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে৷
এবার এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার তিনি বলেন, ‘‘পরিকল্পনা করে করা হচ্ছে৷ এটা নতুন মডেল৷ এটা নিয়ে মার্কেটিং করা হচ্ছে৷ আমরা এটা ঠেকাতে চাই৷’’
কয়েক মাসে আগে রাজ্যে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে ধাক্কা খেয়েছে শাসক দল৷ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশে বিজেপি সাফল্যের মুখ দেখেছে৷ ফলে সেখানে অধিকাংশ পঞ্চায়েতে বিজেপিরই বোর্ড গড়ার কথা৷
ঘটনাচক্রে দেখা যাচ্ছে, জঙ্গলমহলেই অশান্তি সবচেয়ে বেশি হচ্ছে৷ বোর্ড গঠনকে কেন্দ্র করে গোলমাল হচ্ছে৷ বোমাবাজি হচ্ছে৷ ইতিমধ্যে পুরুলিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে৷ বিজেপির তরফে গোটা ঘটনার দায় তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে৷
ওই প্রসঙ্গও এদিন উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ তিনি জঙ্গলমহলে অশান্তির দায়ও কার্যত বিরোধীদের ঘাড়েই চাপিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘জঙ্গলমহলে সাত বছর কোনও খুন হইনি৷ অস্ত্র আমদানি করা হচ্ছে৷ এটা সুস্থ রাজনীতি নয়৷’’