তুহীন বিশ্বাস
আগুনের মাঝে ফাগুন দেখো হে কবি!
মনের ব্যথায় রেখে দিলাম তোমার ছবি।
বাহিরে বারুদের গন্ধ বিদঘুটে লাগে ঢপ
কলমটা বন্ধ করে করছো প্রভুদের জপ?
থালায় তাকিয়ে দেখো রক্তে ভেজা ভাত
জেনে-বুঝে তবু তাতে কেন দিচ্ছো হাত?
সত্যের পথে হাঁটো যদি তবেই তুমি কবি
পূব আকাশে উঠুক যেন নতুন এক রবি।
তোমাদের কলমে শুধু তোষামোদ-ই ঝরে
কবিদের ভিড়ে তাই নজরুলকে মনে পড়ে
ছলচাতুরী করো না আর ওই ডুব সাঁতারে
সময় আছে চলে এসো মানুষের কাতারে।