
হয়ত তুমি মুছে ফেলেছো মন জানালার স্মৃতিগুলো
হয়তো এখন মনের কাচে জমতে দিচ্ছ উটকো ধূলো।
হয়ত তোমার বুকের ভেতর খাঁ খাঁ রোদের হিংস্র খেলা
হয়তো আজও অপেক্ষাতে কাটিয়ে দিচ্ছ বিরহ বেলা।
হয়ত তোমার সজল আঁখির আজল ভরা নীল লোনা জল
হয়ত গড়িয়ে যাচ্ছে চিবুক বেয়ে অহোর্নিশ বেহুদা নিষ্ফল!
হয়ত তুমি তুলে নিচ্ছ জমানো সব অভিমান -অভিযোগ
হয়ত শেষে সাঙ্গ করলে ভার্চুয়াল জগৎ এর সব যোগাযোগ।
হয়ত এবার আমায় নিয়ে আগের মতো ভাবছোনা আর
হয়ত তুমি অন্য ভাবনায় কাটিয়ে দিচ্ছ অষ্টপ্রহর।
হয়ত করেছো আদেশ জারি তোমার পাশে কেউ থাকবেনা
হয়ত তুমি ছেটেই ফেলেছো বাম পাজরের স্বপ্ন ডানা।
হয়ত বুকে আছড়ে পড়ছে উছল নদীর পাড় ভাঙা ঢেউ
হয়ত একা ভাবছো বসে যখন তোমার নেই পাশে কেউ।