অঙ্গনাআন্তর্জাতিক

১০০ প্রভাবশালী নারীর অর্ধেকই আফগান

বিবিসি ২০২১ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় ওই ১০০ নারীর অর্ধেকই আফগানিস্তানের নাগরিক।

এ ছাড়া স্থান পেয়েছেন দ্য ভ্যাকসিন কনফিডেন্স প্রজেক্টে নেতৃত্ব দেওয়া হেইদি জে লারসন, নোবেলজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভারতের আইনজীবী ও অধিকারকর্মী মঞ্জুলা প্রদীপ, কেনিয়ার মডেল হালিমা অ্যাডেন, আফগান কবি লিমা আফশিদ, সাবেক আফগান নারী পুলিশ সদস্য মোমেনা ইব্রাহিমি, আফগানিস্তানের বাণিজ্যিক উড়োজাহাজের প্রথম নারী পাইলট মহাদেসি মিরজায়ির মতো নারীরাও।

আফগানিস্তানে কাজ করতে গিয়ে দমন-পীড়নের শিকার হওয়া নারীদের উৎসর্গ করে এবারের তালিকায় ৫০ জন আফগান নারীকে রাখা হয়েছে। তাঁদের কেউ কেউ নিজেদের নিরাপত্তার স্বার্থে ছদ্মনাম ব্যবহার করেছেন এবং ছবি দেননি।

১০০ প্রভাবশালী নারীকে বাছাই করার জন্য বিবিসির একটি দল কাজ করে থাকে। এই দলের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নারীদের নামের তালিকা জমা দেন। এরপর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস নেটওয়ার্কের দলের পরামর্শ অনুযায়ী ছোট একটি তালিকা তৈরি করা হয়। যেসব প্রার্থী গত এক বছরে সংবাদের শিরোনাম হয়েছেন, কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন বা সমাজের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনে ভূমিকা রেখেছেন, তাদেরই মূলত নির্বাচন করা হয়ে থাকে।

প্রতিবছর একেকটি প্রতিপাদ্যের ভিত্তিতে প্রভাবশালী নারী বাছাই করা হয়। এ বছরের প্রতিপাদ্য হলো, ‘পৃথিবীর বদলে নারী’। বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে অনেক মানুষই তাদের জীবনযাপনের পদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে জীবনযাপনে পরিবর্তন ও যাপনের নতুন পদ্ধতি উদ্ভাবনে যে নারীরা ভূমিকা রেখেছেন, তাঁরা তালিকায় স্থান পেয়েছেন।

সূত্র : বিবিসি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension