
১৬ বছরের মধ্যে আয়ারল্যান্ডে সর্বোচ্চ অভিবাসন
২০০৭ সালের পর গত বছর সবচেয়ে বেশি অভিবাসী গেছে আয়ারল্যান্ডে। ইউক্রেনীয়দের আগমনের ফলে অভিবাসনের এই চাপ তৈরি হয়েছে দেশটিতে।
হিসাব বলছে, গত বছরের তুলনায় আয়ারল্যান্ডে অভিবাসনের হার ১.৯ শতাংশ বেড়েছে। এটি এমন একটি অর্থনীতি, যেখানে প্রায় সবাই কাজ করেন।
সেই সঙ্গে এই অতিরিক্ত শ্রম সরবরাহের ফলে তা মজুরির চাপ কিভাবে কমাবে তা নির্ধারণের জন্য প্রকৃত অভিবাসনের হার নির্ণয় করা হয়।
গত এপ্রিল থেকে এ বছর প্রায় ৭৭ হাজার ৬০০ অভিবাসী দেশটিতে গেছেন। আগের বছর একই সময়ে ৫১ হাজার ৭০০ জন পাড়ি জমান সেখানে। ১৯৫১ সালে হিসাব শুরুর পর থেকে কেবল ২০০৭ সালে এর চেয়ে বেশি অভিবাসী গিয়েছিলেন দেশটিতে।
সে সময় এক লাখ চার হাজার ৮০০ জন যুক্ত হন প্রকৃত অভিবাসীর তালিকায়।
এই নতুন অভিবাসীদের ৪২ হাজার ইউক্রেনীয়। এ ছাড়া আরো ২৯ হাজার ৬০০ জন দেশ ফেরত আইরিশ নাগরিক রয়েছেন। জন্ম-মৃত্যুর হার হিসাবে জনসংখ্যায় যুক্ত হয়েছে নতুন ২০ হাজার জন।
ফলে এখন আয়ারল্যান্ডের জনসংখ্যা ৫৩ লাখ। গত বছর ছিল ৫২ লাখ।
জনসংখ্যা বাড়ার ফলে চাপ বেড়েছে আবাসনের ওপরও। চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে বেড়েছে ভাড়া। বেড়েছে গৃহহীন মানুষের সংখ্যা।
কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলছে, আগামীতে অভিবাসনের হার কমতে পারে। ফলে শ্রমশক্তির প্রবৃদ্ধি আগের প্রাক্কলিত ৩.৪ শতাংশ থেকে কমে ১.৬ শতাংশ হবে। আয়ারল্যান্ডে বেকারত্ব দেশটির ইতিহাসে এখন রেকর্ড কম, যা ৪.১ শতাংশের কাছাকাছি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস