
প্রবাস
২২ জানুয়ারি আটলান্টিক সিটিতে বিএএসজের সংবর্ধনা আয়োজন
আটলান্টিক সিটি থেকে: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো প্রধান তিনটি পদে প্রবাসী বাংলাদেশিরা জয়লাভ করেছেন।
সংগঠনের সভাপতি পদে ঢাকার মগবাজারের বাসিন্দা মোহাম্মদ তানভির হাসান, সহ সভাপতি পদে চট্টগ্রামের সন্দীপের বাসিন্দা জাকিরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক পদে টাংগাইলের ঘাটাইলের বাসিন্দা মোহাম্মদ আবদুল কুদ্দুস জয়ের মালা গলায় পরেন। জিটনি এসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ীদেরকে সংবর্ধনা দেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি।
আগামী ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ফেয়ারমাউন্ট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা, সম্মাননা স্মারক প্রদান, সংগীতানুষ্ঠান ইত্যাদি।