
২৫০টি বিমান কিনতে যাচ্ছে এয়ার ইন্ডিয়া
ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার জন্য এয়ারবাসের কাছ থেকে ২৫০টি বিমান কেনার চুক্তি করেছে টাটা গ্রুপ। এয়ার ইন্ডিয়া বর্তমানে টাটা গ্রুপের মালিকানাধীন। খবর এনডিটির।
এসব বিমানের মধ্যে রয়েছে—২১০টি একক আইলের এ–৩২০ এবং বড় আকারের ৪০টি এ–৩৫০।
এয়ার ইন্ডিয়ার জন্য ৪৭০টি বিমান কেনার পরিকল্পনা রয়েছে। চুক্তিটি এরই অংশ। এ ছাড়া আরও ২২০টি বিমান বোয়েংয়ের কাছ থেকে কেনা হবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, এই চুক্তি ভারত ও ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিমান শিল্পে ভারত তৃতীয় বড় অংশীদার হবে। আগামী ১৫ বছরে ভারতের আড়াই হাজার বিমান প্রয়োজন হবে।
ফরাসি যুদ্ধবিমানেরও বড় ক্রেতা ভারত। সম্প্রতি ডাসাল্ট এভিয়েশনের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত। এর আগে একই কোম্পানির মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে দেশটি।