বিনোদনযুক্তরাষ্ট্র

৫০ বছরে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে গ্র্যামি জয়ে ইতিহাস গড়লেন বিয়ন্সে

গ্র্যামি অ্যাওয়ার্ড সঙ্গীত জগতের সবচেয়ে বড় এবং সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। যেখানে বিশ্বের নামী সঙ্গীতশিল্পীরা তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান। ২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো টাউন অ্যারেনায় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সঙ্গীত জগতের নানা তারকাদের অসাধারণ পারফরম্যান্স এবং সাফল্য উদযাপিত হয়েছে।

আর মর্যাদাপূর্ণ গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন বিয়ন্সে গিজেল নোলস। মার্কিন পপ তারকার ঝুলিতে রয়েছে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ার নজির। এবার আরও এক নতুন ইতিহাস গড়লেন তিনি। ৫০ বছর পর এই প্রথমবার কোনও কৃষাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। গতবছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে এতগুলো মনোনয়ন আর কেউ পাননি।

২০২৫ সালের গ্র্যামির মঞ্চে সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের কাউবয় কার্টার। গতবছর মুক্তি পাওয়া এই অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে। সেই অ্যালবামকেই সেরার শিরোপা দিল গ্র্যামির মঞ্চ। বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেইলর সুইফট।

অ্যাওয়ার্ড নিয়ে বিয়ন্সে বলেন, আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই যেন নিজের আগ্রহ নিয়েই যেন সকলে কাজ করেন।

তার বক্তৃতার প্রথমেই ছিল ধন্যবাদজ্ঞাপন, সেই সকল মানুষদের যারা শহরের হওয়া যাওয়া দাবানল দুর্ঘটনায় জানপ্রাণ দিয়ে মোকাবিলায় করেছেন। পুরো দর্শক তখন তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানালে, বিয়ন্সে বলেন- আমি আজ পরিপূর্ণ, সম্মানিত।

কেবল সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। এদিন ইতিহাস গড়ার মঞ্চে নজর কেড়েছে বিয়ন্সের সাজও। জোর চর্চা চলছে তার শিমারি গাউন নিয়ে।

এছাড়া এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন আরেক সঙ্গীত তারকা কেনড্রিক লামার। তরুণ এই র‍্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার, একই গানের জন্য সং অব দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন তিনি। এছাড়া জন্মদিনে ফের গ্র্যামি জয় করেছেন আরেক পপ তারকা শাকিরা। এই নিয়ে চতুর্থবার গ্র্যামি জয় করলেন তিনি। ২০১০ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে ফুটবল দুনিয়ায় নজর কাড়েন শাকিরা। এবার পুরষ্কার তিনি উৎসর্গ করেছেন অভিবাসীদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension